সন্ত্রাসবিরোধী আইনে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। বিচারক আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, এ মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনকালে কারাগারে বন্দি এবং জামিনে থাকা চার আসামি আদালতে হাজির ছিলেন।
আসামিরা হলেন- মুফতি জসিম উদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে বাবু ওরফে নাইম, আবু হানিফ, আলী আহাদ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুম্মন, পিয়াস ওরফে আব্দুল্লা ওরফে আসাদুল্লাহ ও আমিনুল ইসলাম।
এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে, আলী আহাদ জামিনে এবং বাকি ৬ জন পলাতক।