নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর সোমবার আদেশ দেবে আপিল বিভাগ।
রবিবার এ সংক্রান্ত শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এর আগে হাইকোর্ট মাহমুদুর রহমান মান্নাকে এই দুই মামলায় জামিন দেয়। ঐ জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নগরীর একটি থানায় সরকারকে উৎখাত এবং সেনাবাহিনীকে উস্কানি দেয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা করে পুলিশ।