পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেছেন, পুলিশের দ্বারা কোন নিরপরাধ ব্যক্তি যদি হয়রানির শিকার হয় তা হলে ওই পুলিশ অফিসারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। মাদক থেকে জেলা পুলিশের প্রতিটি সদস্য দূরে থেকে জনগণের সেবা করতে হবে।
রবিবার দুপুরে ঝালকাঠি পুলিশ লাইনসে অনুষ্ঠিত সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এ কথা বলেন।
ডিআইজি আরও বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও ঘাপটি মেরে আছে। তারা চাইছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তাদের প্রতি সোচ্চার হতে হবে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আসামিদের পক্ষ নিয়ে তাদের ছাড়ানোর জন্য থানায় আসবেন না। পুলিশের সাথে টাকা পয়সা নিয়ে দেন দরবার করবেন না। তাহলে জনগণ পুলিশের কাছ থেকে প্রকৃত সেবা পাবে। বাংলাদেশ পুলিশ কোন রক্ত চোখাকে ভয় পায় না। পুলিশ সেই আগের পুলিশ নেই। পুলিশ এখন আগের চেয়ে অনেক গতিশীল, অনেক আধুনিক হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সচেতন নাগরিকরা পুলিশের সাথে আছে বলে।
সম্প্রতি ঝালকাঠিতে ঘটে যাওয়া বেশকিছু প্রসঙ্গ তুলে ডিআইজি বলেন, ঝালকাঠিবাসী এবং পুলিশ আজ এক হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে পুলিশ-জনতা এক হয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সুপার মো. জুবায়েদুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে এ সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রহিম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকাদর, নলছিটির পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধূরী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ