নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ আট মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার সকালে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ ক্লাবে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে রবিবার সকালে মনোনয়ন যাচাই-বাছাইয়ে আসতে থাকেন মেয়র প্রার্থীরা। বেলা ১১টার দিকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানসহ সব প্রার্থীরা সেখানে যান। তবে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভির পক্ষে ছিলেন তার প্রস্তাবক।
যাচাই বাছাই শেষে শর্ত পূরণ করতে না পারায় স্বতন্ত্র প্রার্থী এম সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করে অন্য আট জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে মেয়র পাথী এবং তাদের প্রস্তাবক ও সমর্থনকারীর সাথে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তাসহ যাচাই বাছাই কমিটির সদস্যরা।