স্ত্রী হত্যার দায়ের শামসুদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুর এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে শামসুদ্দিন বাহাদুরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
আদালত সুত্রে জানা যায়, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি নগরীর খুলশীর বাসা থেকে নুর জাহান বেগম নামে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর তার স্বামী হল্যান্ড প্রবাসী শামসুদ্দিন বাহাদুরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নুর জাহানের বাবা আমির ছফা। ২০১১ সালের ৩০ জুন মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ১২ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। ২৫ জনের সাক্ষগ্রহণ এবং যুক্তি তর্ক শেষ রায় দেন আদালত।