রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে নাতি-নাতনিদের কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
রবিবার দুপুরে ‘মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মনববন্ধনে রাবি প্রশাসনের সমালোচনা করে মুক্তিযোদ্ধারা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা থাকলেও রাবিতে তা বাস্তবায়ন করা হচ্ছে না। রাবি কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও তারা আমাদের যৌক্তিক দাবি মানছে না। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর কমান্ডের সহকারী কমান্ডার আব্দুল বাসারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- মহানগর কমান্ডার ড. আব্দুল মান্নান, জেলা কমান্ডার ফরহাদ আলী মিয়া, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, অ্যাডভোকেট এন্তাজুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রমানিক প্রমুখ।