রাজশাহীর দুর্গাপুর উপজেলার আইচাঁন নদীতে পানিতে ডুবে আবদুল্লাহ প্রামাণিক (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ উপজেলার নামোদুরখালী গ্রামের কেফাতুল্লাহ প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, আবদুল্লাহ শারীরিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এরপরও তিনি প্রতিদিন নদীর তীরে জাল পেতে আসতেন। সকালে গিয়ে ওই জালে আটকা পড়া মাছ এনে বাজারে বিক্রি করতেন। রবিবার সকালেও তিনি মাছ আনতে যান। কিন্তু আর ফিরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা গিয়ে দেখেন, নদীর তীরে আবদুল্লাহর মরদেহ ভাসছে। তারা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। পারিবারিকভাবেই আবদুল্লাহর মরদেহ দাফন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব