চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মহানগরে সর্বসাধারণের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যে মেট্রোরেল চালুর পরিকল্পনা গ্রহণ করছে।
রবিবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে চায়নার সিনোহাইড্রো ব্যুরো এন্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চায়নার সিনোহাইড্রো ব্যুরো এন্ড কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মি. হুয়াং জিং পাওয়ার পয়েন্টের মাধ্যমে চায়নার রেল যোগাযোগ এবং মেট্টোরেল সংক্রান্ত বিষয়ে সচিত্র প্রতিবেদন মেয়রের সামনে উপস্থাপন করেন।
তারা বলেন, সম্ভাব্যতা যাচাই পূর্বক ৫ বছরের মধ্যে চট্টগ্রাম নগরীকে মেট্টোরেলের আওতায় আনা যাবে। ফলে যানজট নিরসনসহ সর্বসাধারণের নির্বিঘ্নে চলাচল সম্ভব হবে।
এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চায়না প্রতিষ্ঠানকে এ ব্যাপারে লিখিত পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপনের আহবান জানান।
তিনি বলেন, প্রস্তাবিত প্রজেক্টের উপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে মেট্টোরেল স্থাপন বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় চায়নার সিনোহাইড্রো ব্যুরো এন্ড কোম্পানি লিমিটেডের কনসালটেন্ট সিরাজুল ইসলাম, রিঙ্ক ট্রেড সিন্ডিকেট এর পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আইপিই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমাম, পরিচালক মেজবাহ উদ্দিন, ম্যানেজার কে এম নুরুল্লাহ, আইটি প্রধান শুভ্র দেব কর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখ।