চট্টগ্রাম বন্দরের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ডকইয়ার্ড উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। কর্ণফুলী নদীর তীরে সদরঘাট এলাকার নাহার বিল্ডিং ও বাংলাবাজার এলাকায় এই উচ্ছেদ পরিচালনা করা হয়।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
উচ্ছেদ করা ডকইয়ার্ডগুলো হচ্ছে- বীকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জলিল গ্রুপ, কন্টিনেন্টাল এন্টারপ্রাইজ, কো-অপারেটর। এছাড়া দুটি মেরিন টাগ বোট উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, বন্দরের জায়গা থেকে অবৈধ ডকইয়ার্ডগুলো সরিয়ে নিতে তিনদিন সময় দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে ইয়ার্ড সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে বন্দরের জায়গায় ডকইয়ার্ড নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল ইয়ার্ড মালিকরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব