ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জাকির হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী জাকারিয়া জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কারারক্ষীরা জাকির হোসেনকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব