রাজধানীর মিরপুরে চিকিৎসক দম্পতির বাসা থেকে কুলসুম (২৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কুলসুম দিনাজপুর জেলার কাহারু উপজেলার রামপুর গ্রামের ফয়জুল হকের মেয়ে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার জানান, মিরপুর-২ নম্বরের সি ব্লকের চার নম্বর রোডের চার নম্বর বাসার গৃহকর্তা ডা. মিজানুর রহমান ও তার স্ত্রী ডা. মরিয়ম জামিলা শাপলার বাসায় এক বছরের বেশ সময় ধরে কুলসুম গৃহকর্মীর কাজ করতো।
ওই চিকিৎসক দম্পতির বরাত দিয়ে এসআই আরও জানান, কুলসুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। চিকিৎসক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ