চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক আবুল হাসনাতের (২৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবুল হাসনাত আনোয়ারা উপজেলা সদরের গ্রিনভিউ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন। সোমবার সকাল আটটার দিকে টিনের ছাউনির ওপর পানির ট্যাংক পরিষ্কারের কাজ দেখভাল করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "টিনশেড ছাউনির ওপর রাখা পানির ট্যাংক পরিষ্কার করার জন্য শ্রমিকদের কাজ বুঝিয়ে দিচ্ছিলেন হাসনাত। এ সময় অসাবধানতাবশত খুব কাছ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঝলসে যায় তার শরীর। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।"
এ সময় ওসি আরও জানান, "হাসনাতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করবেন না বলে জানিয়েছেন হাসনাতের পরিবার।"
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২