নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস চেয় আপিল করেছেন নগর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নূর হোসেনের পক্ষে তার আইনজীবী এস আর এম লুৎফর রহমান এই আপিল দায়ের করেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে নূর হোসেনই প্রথম রায়ের বিরুদ্ধে আপিল করলেন। আপিলে নূর হোসেন খালাস চেয়েছেন বলে জানান তার আইনজীবী।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/মাহবুব