পাবনার আটঘরিয়ায় পুলিশের দুই এসআইকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী শাকিল ও সুজাকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে ঢাকার মোহম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। শাকিল পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলির আব্দুল লতিফের ছেলে এবং সুজা সদর উপজেলার কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আজ সোমবার দুপুরে র্যাব ১২ এর সিইও মোঃ শাহাবুদ্দিন খান সংবাদ সম্মেলনে জানান, "শাকিল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল। গত রবিবার শাকিল, সুজাসহ ৫ জনের একটি দল গাছপাড়া এলাকায় আমিরুল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করে। এ সময় আমিরুলের দোকানে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় পাবনার একদন্ত ডেঙ্গার গ্রাম এলাকায় পুলিশ তাদের বহনকারী প্রাইভেট কারটিকে থামালে তারা আটঘরিয়া থানার এসআই মনিরুল করিম ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায়।"
তিনি আরও বলেন, "এ সময় তাদের ফেলে যাওয়া প্রাইভেট কার থেকে পুলিশ একটি শাটারগান,তিনটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে। এ ঘটনায় আটঘরিয়া থানায় দায়ের কৃত পুলিশ হত্যা চেষ্টা ও অস্ত্র মামলা দায়ের হয়। মামলার অপর এক আসামী শরিফ রোববার ভোরে পাবনার দেবোত্তরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।"
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৫