রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় আজ বিকাল ৩ টার দিকে বখাটের ছুরিকাঘাতে রিদওয়ান ইসলাম বিভোর (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। নিহত রিদওয়ান যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে। সে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার