রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সংবর্ধনা মঞ্চে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল চারটার দিকে মতিহারের কাপাশিয়ায় মহানগর টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
এসময় হামলাকারীররা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। হামলার পর উভয়পক্ষের মধ্যে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
হামলার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে দায়ী করেছেন। তিনি বলেন, এমপি আয়েনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নিরব ছিল বলেও অভিযোগ মোহাম্মদ আলী সরকারের।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে ওই সংর্বধনা অনুষ্ঠান বিকেল চারটার দিকে শুরু হওয়ার পরপরই স্থানীয় আওয়ামী লীগের ৩০-৪০ জনের একটি দল এ হামলা চালায়। এসময় হামলাকারীরা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। পরে মোহাম্মদ আলী সরকার পক্ষের লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ প্রমুখ।