বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সকল রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হবে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের পূর্বে চালু ছিল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এমন সকল রেলওয়ে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
ভারতীয় রেলওয়ের উপদেষ্টা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে নেটওয়ার্ক পুনঃস্থাপনের জন্য বাংলাদেশ-ভারত যৌথ কমিটি এ বিষয়ে কাজ করছে।
মুজিবুল হক বলেন, ঢাকা-কলকাতার মধ্যে চলমান মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি সরকার ফেনী-বিলোনিয়া, খুলনা-কলকাতা, ঢাকা-গেদে ও ঢাকা আগরতলা ট্রেন সার্ভিস পুনরায় চালু হবে।