ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, উচ্ছেদের কারণে সুবিধাভোগীদের ফুটপাত বাণিজ্য বন্ধ হয়েছে। এদের মধ্যে কিছু সংখ্যক জনপ্রতিনিধিও রয়েছেন। আজ দুপুরে রাজধানীর গোপীবাগে 'দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, হকারদের পুনর্বাসনে দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি অভিযোগ করে বলেন, জনস্বার্থে গৃহীত কর্মসূচিকে ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে। আদালতের নির্দেশেই ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। কোন জনপ্রতিনিধি আদালত পরিপন্থী কাজ করলে তিনি আরো কঠোর হবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার