রাজধানীর খিলক্ষেতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি জানান।
নিহত নিলয়ের চাচাতো ভাই এহতেসাম বলেন, শান্তিনগরে একটি বেসরকারি কলেজে বিবিএ’র ছাত্র ছিলেন নিলয়। পাশাপাশি উত্তরার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি।