রাজধানীর খিলগাওঁয়ে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস খাদে পড়ে অন্তত দু’জন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটি সড়ক থেকে ছিটকে আনুমানিক ৩০-৩৫ ফুট নিচের খাদে পড়ে যায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত দু’জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল