রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন (২০) ও জাফর আলী নামে আরও দু’জন আহত হয়েছেন।
আহত জাফর আলী পেশায় রিকশাচালক। তার রিকশার যাত্রী ছিলেন নিহত রবিউল ও আহত ইসমাইল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতরাস্তায় ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল জাফরের রিকশাটি। এসময় পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিন জনই ছিটকে গিয়ে আহত হন। পরে তাদের ঢামেকে পাঠানো হয়। রবিউলকে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে জাফর ও ইসমাইল চিকিৎসাধীন। তবে জাফরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রবিউলের লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল