নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নাম জমা দিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার নামের তালিকা জমা দেন।
মঙ্গলবার দুপুরে বিএনপি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা জমা দেয়।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে পাঁচজনের নামের প্রস্তাব জমা দিতে বলে সার্চ কমিটি।