বিএনপির উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিতর্ক করার কিছুই নেই।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুর কনভেনশন সেন্টারে লালবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন দুর্বৃত্তদের হাতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লীগের ২৩ নং ওয়ার্ডের নেতাদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের নিকট থেকে নাম নেওয়া হচ্ছে। এর মধ্য থেকেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে। এখানে বিতর্ক করার কিছু নেই। তবুও বিএনপি সার্চ কমিটি নিয়েও বিতর্ক করেছে। হয়তো ইসি নিয়েও করবে। কারণ, এদের কাজই বিতর্ক করা।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্থানীয় সাংসদ হাজী সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম