রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় ছুরিকাঘাতে রিদওয়ান ইসলাম বিভোর (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে খুনের ঘটনায় ঘাতক আলামিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
ফরিদ উদ্দিন বলেন, সোমবারবিকেলে নিজ বাসার সামনেই খেলছিলো বিভোর। একই বাসার অন্য বাসিন্দা আলামিন এসে কিছু বুঝে ওঠার আগেই বিভোরের পেটে ছুরিকাঘাত করেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাতেই খুনি আলামিন পালিয়ে যাচ্ছে বলে এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।