চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে (২০) এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।
ওই তরুণী গৃহপরিচারিকা কিংবা পোশাক কর্মী বলে ধারণা করছে পুলিশ। তাকে গত রাতে গলায় কিছু পেঁচিয়ে খুন করে মরদেহ গাড়ি করে নিয়ে সৈকতে ফেলে গেছে বলে ধারণা করছে তারা।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম