মারা যাওয়ার পরেও পলাতক দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলায় জেলার পুলিশ সুপারকে (এসপি) তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী ১৬ ফেব্রুয়ারি স্ব-শরীরে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা পুলিশের আইজিপির (মহাপরিদর্শক) কাছে জানতে চাওয়া হয়েছে।
ওয়াজ উদ্দিনের সঙ্গে একই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য(ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু তিনি মারা যাওয়ায় প্রসিকিউশনের আবেদনে ওয়াজ উদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তা পিছিয়ে ১৬ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর রিয়াজ উদ্দিন ফকির ও ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গত ১১ জানুয়ারি একটি প্রতিবেদন সম্প্রচার করে। যাতে বলা হয়, ‘মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে যুদ্ধাপরাধী ওয়াজ উদ্দিনের। এমনকি তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেয়া হয়েছে আইনজীবীও’।
পরদিন গত ১২ জানুয়ারি কিভাবে মামলাটি চলছে, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ওইদিন মৌখিকভাবে প্রসিকিউটরদের কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব