রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালাপত্রসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো, শামসু, হুমায়ুন কবির, শাহিন রানা, শাহিন, হুমায়ূন, ফারুক, সাইদ ভূঁইয়া ওরফে শ্যামল ও মোশারফ।
ঢাকা ওয়ারী বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গ্রেফতারের বিষয়টি জানান। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার