হাছন রাজা, রাধা রমণ ও বাউল করিমের সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী মানবিকতার সাধনায় ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব’। সঙ্গীতে, নৃত্যে, নাটক, চিত্রকলা, কারুশিল্প, কথাসাহিত্য ও চলচ্চিত্রে বাঙালি সংস্কৃতির নানা কৌণিক দিক প্রতিফলিত করার প্রয়াসে বেঙ্গল ফাউন্ডেশন এ সংস্কৃতি উৎসবের আয়োজন করছে।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংস্কৃতি চর্চার নানা আয়োজন করেছে বেঙ্গল।
মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিলেটে অনুষ্ঠিতব্য আয়োজনের নানা দিক তুলে ধরেন বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজকরা।
উৎসব আয়োজন নিয়ে বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা ও জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
১০ দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ৩৮৩ জন ও ভারত থেকে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনাসহ থাকছে আলোচনা, প্রদর্শনী ও সম্মেলন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা