বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’ ভারতীয় কোস্ট গার্ডের আমন্ত্রণে ভারত সফরে গেছে। মঙ্গলবার বিকালে জাহাজটি ভারতের উদ্দেশে রওনা দেয়।
ভারতীয় কোস্ট গার্ডের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে গোয়াতে অনুষ্ঠেয় ‘রিজিওনাল কো-অপারেশন ফর সেফ অ্যান্ড সিকিউর সী’স শীর্ষক এক্সারসাইজে অংশ নেবে জাহাজটি। সফরের অংশ হিসেবে জাহাজটি শ্রীলঙ্কার ত্রিনকোমালে পোর্ট এবং ভারতের চেন্নাই পোর্টে গমন করবে।
মঙ্গলবার জাহাজটির চট্টগ্রাম ত্যাগ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্ট গার্ডের জোনাল কমান্ডার (পূর্ব জোন) ক্যাপ্টেন এম সালেহ উদ্দিন। এ সময় জাহাজটিতে কর্মরত সকল অফিসার ও নাবিকদের পরিবারবর্গ সিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব