ঢাকার মুখ্য মহানগর হাকিম(সিএমএম) আদালতের কর্মচারীকে মারধরের ঘটনায় করা মামলায় এক আইনজীবীর বিরুদ্ধে গ্রফতারি পরোয়ারা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম স্নিগদা রানী চক্রবর্তী বাদীর জবানবন্দী গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে, ঢাকা মহানগরের ১৫ নং হাকিম আদালতের প্রসেস সার্ভার রেজাউল করিম বাদী হয়ে এ মামলা করেন।
এ বিষয়ে আদালতের নাজির নাজমুল আহসান সাংবাদিকদের জানান, আবু জাফর শেখ মানিক নামের
ওই আইনজীবীকে গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে দিন ধার্য করেছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, প্রতিদিনেন মতোই বাদী আদালতের দাপ্তরিক কাজে মামলার নথি শুনানির জন্য প্রস্তুত করছিলেন। এসময় আসামি অ্যাডভোকেট আবু জাফর শেখ মানিক সকাল ১০টা ৪৫ মিনিটের সময় আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে মামলার নথিপত্র টেবিল থেকে ফেলে দিয়ে বাদীকে অকথ্য ভাষায় গালি দেয়। এরপর হত্যার উদ্দেশ্যে বাদীকে চোখে ও কানে ঘুষি দিয়ে আঘাত করে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব