চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩০টি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে। এছাড়া রিক্সার ৮০টি ব্যাটারি, ৮টি নচিমন, ৪টি জাল ড্রাইভিং লাইসেন্স জব্দ, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২০টি লেগুনা আটক করা হয়।
আজ সীতাকুন্ড উপজেলার সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
মোহাম্মদ রুহুল আমীন বলেন, উচ্চ আদালত মহাসড়কে নছিমন চলাচল নিষিদ্ধ ঘোষণার পরও অনেকে এ সব অবৈধ গাড়ি চালাচ্ছে। অথচ সড়কে চলাচল করা ৭০ শতাংশ লেগুনারই লাইসেন্স নেই। তাছাড়া এসব যানবাহন মহাসড়কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল