হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। স্বর্ণসহ আটক সেই যাত্রীর নাম জাহাঙ্গীর আলম (২৭)। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। এর বাজারমূল্য মূল্য প্রায় ৬০ লাখ টাকা।।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এএইচএম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, "জাহাঙ্গীর পেশায় একজন নাপিত। দুবাই থেকে আসা জাহাঙ্গীরকে সন্দেহ হলে ব্যাগ, শরীর তল্লাশি করে প্রথমে কিছুই পাওয়া যায় না। পরে এক্স-রে করাতেই বেরিয়ে আসে আসল কাহিনী। তার পায়ুপথে স্বর্ণ ধরা পড়ে। তারপর টয়লেটে নিয়ে ১০টি স্বর্ণের বার বের করা হয়।"
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪