Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:২২
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:১৯

রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক

রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
ফাইল ছবি

রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু ঘর-বাড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যায়নি। তবে আগুনের ভয়াবহত কম ছিল না বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে।

মঙ্গলবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে প্রায় সোয়া ১ ঘণ্টা পর যা নেভানো সম্ভব হয়।

ফায়ার সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, "আগুন বেশ বড় রকমের ছিল। আমাদের ৯টি ইউনিট কাজ করা মানে এর ভয়াবহতাও প্রচুর। ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না। তবে নিতান্তই তা কম নয়। কারণ পুড়েছে বহু ঘর।

 

বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯


আপনার মন্তব্য