চট্টগ্রামের ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার স্টেশনের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'
তিনি আরও বলেন, এই পাঁচটি দোকান বিভিন্ন মালিকের মালিকানাধীন ছিল। এতে সবমিলিয়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম