চট্টগ্রামের হালিশহরে আগুন লেগে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, বুধবার ভোর ৫টার দিকে দক্ষিণ হালিশহরের বিজিএমইএ হাসপাতালের পাশে একটি ঘরে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সত্যপ্রিয় বড়ুয়া।
বিডি-প্রতিদিন/এস আহমেদ