আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধিন বিভাগের ৬ জেলার ১৪৮ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৯৪ হাজার ৯৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৪৪১ ছাত্র এবং ৪৬ হাজার ৬৫২ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ৭৯ হাজার ৭৭৭ জন, ১৪ হাজার ৩০৪ জন অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থী ১১২ জন।
বরিশাল জেলায় সর্বাধিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ২২৩ জন, পটুয়াখালীতে ১৭ হাজার ১৮৩, ভোলায় ১২ হাজার ৯৫৮, পিরোজপুরে ১১ হাজার ৫৭৯, বরগুনায় ১০ হাজার ৪২৬ এবং ঝালকাঠীতে পরীক্ষায় অংশ নেবে ৮ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল