সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজিম মিয়া নামের এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মইনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। আজিম মিয়া কুশিয়ারা নদীতে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব/ সালাহ উদ্দীন