Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫১

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট


সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

সিলেটে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে বর্ণমালার মিছিল করেছে সম্মিলিত নাট্য পরিষদ। বুধবার সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বর্ণমালার মিছিল উদ্বোধন করেন ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান।

বাংলা বর্ণ হাতে বর্ণাঢ্য মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সভাপতি আল আজাদ, উদীচীর সাবেক সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত প্রমুখ।
পরে শহীদ মিনারে ভাষার মাসকে স্বাগত জানিয়ে নৃত্যপরিবেশন করেন শিল্পীরা।

বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

 


আপনার মন্তব্য