মশার কয়েল থেকে আগুন লেগে চট্টগ্রামে দুইটি বাস পুড়ে গেছে। শনিবার ভোর ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বহদ্দারহাট বাস টার্মিনালে থাকা বাসগুলোতে কর্মচারীরা ঘুমাচ্ছিল। ভোরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাস দুটি পুড়ে গেছে
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা