চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আগামী একমাসের মধ্যে নগরীর সব সাইনবোর্ড বাংলায় রূপান্তরের জন্য অনুরোধ জানিয়েছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। তবে কেউ ইচ্ছে করলে বাংলার পাশাপাশি ছোট পরিসরে ইংরেজিতেও লিখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫২ সালে মায়ের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। ফেব্রুয়ারি মাস বাঙালির ভাষার মাস। শহীদদের সম্মানে প্রদর্শিত সব সাইনবোর্ড বাংলা ভাষায় লেখার বিষয়ে সরকারের নির্দেশনা থাকলেও অসংখ্য সাইনবোর্ড ইংরেজিসহ অন্যান্য ভাষায় পরিলক্ষিত হচ্ছে, যা কাঙিক্ষত নয়। তাই চসিক এলাকায় বিদ্যমান সব সাইনবোর্ড আগামী ৩০ দিনের মধ্যে বাংলা ভাষায় রূপান্তরের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব