চলতি বছর স্প্রিং সেমিস্টারে উচ্চশিক্ষার জন্য কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে দেশের ২০ শিক্ষার্থী। এদের ভর্তি ও ভিসা কার্যক্রম সম্পন্নের দায়িত্বে ছিল বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের।
আজ রবিবার সকালে এই শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। সেই সঙ্গে বিদেশে শিক্ষার সিস্টেম, বিদেশে গমন এবং প্রবাস জীবনের নানা বিষয়ের উপর শিক্ষর্থীদের দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ। বক্তব্যে তিনি বলেন, দেশি ও বিদেশী শিক্ষার সঙ্গে সেতু বন্ধ তৈরি করা এটা এখন সময়ের দাবি।
শিক্ষার্থীরা কানাডা ইউনিভার্সিটি অব রেজিনা, চীনের হারভিন মেডিক্যাল ইউনিভার্সিটি, ক্যাপিটাল মেডিক্যাল ইউনিভার্সিটি, সেনইয়াং এরোস্প্যাস ইঙ্গিনিয়ারিং ইউনিভার্সিটি, ক্যাপিটাল মেডিক্যাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে বলে জানানো হয় বিএসবির পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/আক্তারুজ্জমান/মাহবুব