সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আয়োজক সংগঠনের সভাপতি শামসুল আলম সেতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ ও রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান কামাল, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) সহ-সভাপতি সুমন মুস্তাফিজ, যুগ্ম সম্পাদক এমএ মান্নান, অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম, সাংবাদিক নেতা খন্দকার গোলাম আজাদ, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী নির্বাহি সদস্য আবু আলী, মাসুম বিল্লাহ, ওমর আজম, রফিকুল ইসলাম রনি প্রমুখ।
সাখাওয়াত হোসেন বাদশা বলেন, খুনিদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তা না করলে দেশের সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ডিআরইউ সভাপতি বলেন, ''আজকে মুক্ত স্বাধীন গণমাধ্যম নেই, সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলতে চাই পুলিশ যখন প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন করে, তখন আপনি বলেন ধাক্কা ধাক্কি হয়েছে। এমন কথা আপনার মুখে সভা পায় না। বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধির নামে প্যান্ট চুরির মামলা দেওয়া হয়েছে। তার জামিন দেওয়া হচ্ছে না।
সকল সাংবাদিকদের উপর হত্যা ও নির্যাতনের বিচার দাবি করে তিনি আরও বলেন, গুলিতে নিহত সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে দেশের সকল সাংবাদিক সংগঠন মিলে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, শাহবাগে সাংবাদিকদের উপর নির্যাতন করা হল, রাজনৈতিক দলের অভ্যান্তরীণ কোন্দলে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিককে প্রাণ দিতে হল। আমরা এ সমস্ত ঘটনায় পুলিশের লোক দেখানো তদন্ত চাই না। অপরধীরা যত ক্ষমতাবানই হোক না কেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান বলেন, অবিলম্বের শিমুল হত্যাকারীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অতীতের সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। কোনো গণতান্ত্রিক সরকারের আমলে সাংবাদিক নির্যাতন গ্রহণযোগ্য নয়।
ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আমরা এখনো পাইনি। কিছুদিন যাবত সাংবাদিকদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। এ অবস্থায় সাংবাদিক সমাজ নিরব থাকতে পারে না। তাই দ্রুত সকল সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয়কে মারধর করেন। এই ঘটনায় ভিকটিমরা মিরুর বাড়ি ঘেরাও করলে একপর্যায় সংঘর্ষ বাধে। এসময় সংবাদ সংগ্রহের সময় শিমুল গুলিবিদ্ধ হন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব