আওয়ামী লীগে যোগদান করেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন সদস্য। রবিবার রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।
এরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, গিয়াস উদ্দিন খান ও আনিছুর রহমান আনিচ।
জেলা আইনজীবী সমিতির সদস্য মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরোয়ার রাজিব এ খবরের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, সমিতির বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদক বৃন্দসহ আওয়ামী এবং বামপন্থী আইনজীবীরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সব আইনজীবীর সঙ্গে মতবিনিময় করেন সাবেক চিফ হুইপ হাসানাত আবদুল্লাহ। সভায় শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, ওয়ার্কার্স পার্টির এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা