মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ এম কামরুজ্জামান হেনার স্ত্রী ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান আর নেই।
রবিবার রাত পৌনে ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানী ঢাকার গুলশানের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে জাহানারা জামানের বয়স হয়েছিল ৮৪ বছর।
জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন জানান, জাহানারা জামানের মরদেহ আজই ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তবে ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনও জানাজার সময় নির্ধারণ হয়নি।
জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা