রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হাসান আলী (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাদিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি।
নিহত হাসান আলী ওই উপজেলার সাহাব্দিপুর গ্রামের আকবর আলীর ছেলে।
ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকালে একটি বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট যাচ্ছিলো। কাদিপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়, এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এরপর বাসটিও মহাসড়কের পাশে উল্টে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী হাসানের মৃত্যু হয়। এছাড়া বাস ও অটোরিকশার প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বেশিরভাগের আবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব