নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবদুল লতিফ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামিসহ ২৬ জনের সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আসামিদের আপিলের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আ্যডভোকেট রাবেয়া ভূঁইয়া ও ইব্রাহিম মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। এ ছাড়া রাষ্ট্রনিযুক্ত হিসেবে ছিলেন আইনজীবী বাহার উদ্দিন আল রাজী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, আবদুল লতিফ হত্যা মামলায় নিম্ন আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন দিয়েছিলেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দণ্ডপ্রাপ্তদের খালাস দেওয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানান তিনি।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মর্দাসদি গ্রামে আবদুল লতিফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত লতিফের ভাই আবদুল হান্নান আড়াইহাজার থানায় হত্যামামলা দায়ের করেন। ২০০৯ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জের আদালত এ মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
ওই বছরই রায় কার্যকরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন। দীর্ঘদিন এ বিষয়ে শুনানি শেষে আজ সোমবার সবাইকে খালাস দেওয়া হলো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ