রাজধানীর মহাখালীতে আজ ট্রেনে কাটা পড়ে মরিয়ম সোনিয়া (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামাল হোসেন রাসেলের স্ত্রী। তিনি তেজগাঁও এলাকায় থাকতেন।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার