নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া আগামী কাল মঙ্গলবার জানাবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোট নেতাদের বৈঠক শেষে প্রতিক্রিয়া জানাবে দলটি।
সোমবার রাতে গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।