আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা দক্ষতার পরিচয় দেবেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা আগেই বলেছিলাম মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি আমরা সম্মান জানাবো। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তারা কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি আগামীতেও তারা দক্ষতার পরিচয় দেবেন।
সোমবার রাতে নবগঠিত কমিশন সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ নেতারা প্রতিক্রিয়ায় এ কথা বলেন।