রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড়ের কাছে বাস উল্টে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নম্বর রুটের একটি বাস টিকাটুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ছেড়েছেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা